আইন-বিচার

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের ২য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ হবে। 

শেখ হাসিনা ছাড়াও অন্য দুই আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এর আগে, ১৭ সেপ্টেম্বর বিকেলে নাহিদের সাক্ষ্যগ্রহণ শুরু হলেও শেষ করতে না পারায় তা আজ পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল।

আজ ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হতেই নাহিদ ইসলাম অবশিষ্ট সাক্ষ্য দেবেন। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে নিযুক্ত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা করবেন।

এ মামলার সাক্ষ্যগ্রহণে ইতোমধ্যে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দি নেওয়া হয়েছে। ১৮তম দিনে সাক্ষ্যগ্রহণ চলছে, এবং এ পর্যন্ত মোট ৪৭ জনের জবানবন্দি সম্পন্ন হয়েছে।

গেল ২ সেপ্টেম্বর এই মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ৩৬ নম্বর সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তার জেরার সময় তিনি জানিয়েছেন, জুলাই-আগস্টে জনগণের উপর হত্যাযজ্ঞ চালানোর জন্য শেখ হাসিনা ও কামালের নির্দেশ ছিল। এসময় তিনি আদালতে ক্ষমা চেয়েছেন। এছাড়া তিনি নতুন তথ্যও ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন।

সাক্ষীদের জবানবন্দিতে জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশজুড়ে হত্যাযজ্ঞের বীভৎস চিত্র ফুটে উঠেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন