বিএনপি

ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান তারেক রহমানের

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিযোগ করেছেন, ফিলিস্তিনে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘের সর্বশেষ কমিশন রিপোর্টকে উদ্ধৃত করে তিনি বলেন, ১৯৪৮ সালের কনভেনশন অনুযায়ী এটি নিছক হামলা নয়, বরং পরিকল্পিত গণহত্যা।

তারেক রহমান বলেন, “ইসরাইলের গণহত্যার দায় স্পষ্ট। আর কোনো অজুহাত বা প্রচারণার আড়ালে এ অপরাধকে লুকানো যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সব পথ ব্যবহার করে অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং মানবিক সহায়তা গাজায় পৌঁছাতে দিতে হবে।”

তিনি ইতিহাসের উদাহরণ টেনে উল্লেখ করেন, মানবিক ও নৈতিক অবস্থান নেওয়াই এখন জরুরি। বিশ্ববাসী যখন নীরব থাকে, তখন নিরপরাধ মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়ে।

বাংলাদেশিদের উদ্দেশে বিএনপি নেতা আহ্বান জানান, দেশে বা প্রবাসে যেখানেই থাকুন না কেন, সবাই যেন ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলেন। তিনি বলেন, “রাষ্ট্রগুলোর হাতে পরিবর্তন আনার সক্ষমতা সবসময় থাকে। বাংলাদেশের জনগণও তাদের কণ্ঠ ও অবস্থান স্পষ্ট করে তুলুক, যাতে দেশের নেতৃত্ব ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বাধ্য হয়।”

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন