রাজধানী

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ‘লিনেক্স পার্টনার’স মিট-২০২৫’

দেশীয় মোবাইল প্রযুক্তি খাতের অন্যতম  ব্র্যান্ড লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের লিনেক্স পার্টনারস মিট-২০২৫ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলু।

তিনি চ্যানেল পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের লক্ষ্য দেশের প্রতিটি সাধারণ মানুষের হাতে হাতে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।

এসময় তিনি একইসঙ্গে ফিচার ফোনের পাশাপাশি স্মার্টফোন বাজারে ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার জনাব ইঞ্জিনিয়ার মো: নাহিদুল ইসলাম।

তিনি নতুন উদ্যোগসমূহ বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে বলেন, “প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতামূলক এই বাজারে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পার্টনারদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমরা আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে অংশ নেন চাইনিজ ট্রাস্টেড পার্টনার, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এতে বিগত বছরের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বেস্ট চ্যানেল পার্টনার, বেস্ট এমার্জিং পার্টনারসহ বিশেষ স্বীকৃতি পুরস্কার প্রদান করা হয়।

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে।

প্রসঙ্গত,  ‘লিনেক্স পার্টনারস মিট-২০২৫এর সফল আয়োজনের মাধ্যমে দেশীয় মোবাইল প্রযুক্তি খাতে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড আবারও প্রমাণ করলোচ্যানেল পার্টনারদের হাত ধরেই তাদের আগামী পথচলা আরও শক্তিশালী ও প্রতিশ্রুতিশীল হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন