ইসরাইলে রুবিও-নেতানিয়াহুর বৈঠকে
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এসময় কাতারে হামলার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অসন্তোষের বিষয়টি জানান রুবিও।
তবে তিনি জানান, এতে ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্কের মৌলিক পরিবর্তন হবে না। ওই হামলার পরবর্তী প্রভাব নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে গাজা যুদ্ধের শান্তি প্রক্রিয়া নিয়ে।সফরকালে রুবিও জেরুজালেমের পশ্চিম দেয়াল পরিদর্শন করেন। এই দেয়ালটি ইসরাইলি-আমেরিকান সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।