তরুণরাই পারে দেশের সব সমস্যার সমাধান করতে: ড. ইউনূস
তরুণরা সক্রিয় থাকলে দেশের সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমি প্রতিটি তরুণকে আহ্বান জানাই—তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে এগিয়ে আসো। তোমাদের সাফল্য যেন কেবল ব্যক্তিগত না থাকে, তা যেন অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে ওঠে।”
তিনি আরও বলেন, “স্বেচ্ছাসেবা শুধু মানবিকতার কাজ নয়, এটি আত্ম-উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি ও চরিত্র গঠনের আদর্শ মাধ্যম। তরুণরা সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক ও পরিবর্তনের স্থপতি হতে পারে।”
ড. ইউনূস বলেন, দেশের যুবসমাজ আজ শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়ের মতো গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দিচ্ছে।
তিনি উল্লেখ করেন, তরুণরাই চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যুগে যুগে দেশের ইতিহাস বদলেছে।
চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমাদের ছোট ছোট উদ্যোগই পারে বড় পরিবর্তন আনতে—হোক তা স্বাস্থ্য, শিক্ষা কিংবা পরিবেশ রক্ষায়।”
তিনি বলেন, “এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, বরং একটি আহ্বান—তোমরা আরও সাহসী হও, নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন উদ্ভাবন নিয়ে এগিয়ে চলো। আমরা তোমাদের দেখতে চাই সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে।”
অনুষ্ঠান আয়োজনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান ড. ইউনূস এবং পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।
এসি//