দেশজুড়ে

স্বামীকে হত্যা করে স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

কক্সবাজার শহরে স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তির নাম বিরেল চাকমা (৫৫)। নিহতের নাম রঞ্জন চাকমা, তিনি রাঙামাটির বাসিন্দা।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে কলাতলী বাইপাস সড়কের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রঞ্জন চাকমা স্ত্রীসহ তিন দিন আগে বিরেলের বাসায় উঠেছিলেন। এসময় বিরেল নিহতের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় শনিবার রাতে মদ্যপানের একপর্যায়ে তিনি রঞ্জন চাকমাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং পরে তার স্ত্রীকে ধর্ষণ করেন।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বিরেল পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রঞ্জন চাকমার স্ত্রী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন