আমি শিবের ভক্ত, সব বিষ গিলতে পারি: নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে অপমানের অভিযোগে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। রোববার আসাম সফরে গিয়ে সেই ইস্যুতে মুখ খুলছেন তিনি। নিজেকে শিবভক্ত বলে দাবি করে মোদি বলেন, ‘আমাকে যত গালি দিক না কেন, সমস্ত বিষ হজম করতে পারি।’
সম্প্রতি বিহারে ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রা চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে মোদির মাকে অপমানের অভিযোগ ওঠে। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসলে শোনা যায়, বিরোধী দলের মঞ্চ থেকে বেশ কয়েকজন কর্মী মোদি ও তাঁর মাকে গালিগালাজ করছেন।
ওই ঘটনার জেরে এফআইআর দায়েরের পাশাপাশি এক যুবককে গ্রেপ্তারও করা হয়।
আসামের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদি বলেন, “ওরা আমাকে যতই গালিগালাজ করুক না কেন, আমি ভগবান শিবের ভক্ত। আমি সমস্ত বিষ গিলে নিতে পারি।”
তিনি আরও বলেন, , “জনতাই আমার কাছে ভগবান। আমার ভগবানের সামনে এলে আমার হৃদয়ের আবেগ স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। এই ১৪০ কোটি দেশবাসী আমার মালিক, আমার পূজনীয়, আপনারাই রিমোর্ট কন্ট্রোল।”
এনএস/