আবহাওয়া

মৌসুমি বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টি, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশপাশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী তিনদিন দেশের ঢাকাসহ ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য দুই বিভাগেও মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিরিক্ত বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

অতিরিক্ত বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধস ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া, ঢাকার এবং চট্টগ্রামের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতার পরিস্থিতিও তৈরি হতে পারে।

এদিকে, শনিবার রাত থেকে রাজধানীতে হালকা বৃষ্টি হচ্ছে। যদিও রাস্তায় পানি জমেনি, তবুও বৃষ্টির কারণে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে, যা অফিসে যাচ্ছেন অনেক মানুষকে সমস্যায় ফেলেছে। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারায় যাত্রীরা কষ্টে পড়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন