আন্তর্জাতিক

কুয়েতে বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরব টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এসব মৃত্যুদণ্ড কার্যকর হয়। খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক দোষী সাব্যস্থ হয়েছিলেন। মাদক পাচারের অপরাধে দণ্ডিত হয়েছিলেন আরও দুই বিদেশি। একটি মামলায় ব্লাড মানি হিসাবে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার পরিশোধে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হয়। আর  পারিবারিক প্যারডন পান একজন আসামী।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েত, ইরান ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের পরিচয় প্রকাশ করেনি কুয়েত সরকার। 

এ সম্পর্কিত আরও পড়ুন