আন্তর্জাতিক

কঙ্গোতে ভয়াবহ নৌদুর্ঘটনায় ১৯৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে টানা দুই দিনে ভয়াবহ নৌদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯৩ জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির একুয়াটর প্রদেশে বুধবার ও বৃহস্পতিবার আলাদা দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

কঙ্গোর মানবিক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লুকোলেলা এলাকায় কঙ্গো নদীতে প্রায় ৫০০ যাত্রী বহনকারী একটি বড় নৌকায় (হোয়েলবোট) আগুন লাগে। পরে সেটি ডুবে যায়। এতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২০৯ জনকে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ১৪৬ জন।

এর আগের দিন বুধবার ১০ (সেপ্টেম্বর) বাসানকুসু এলাকায় আরেকটি মোটরচালিত নৌকা ডুবে যায়। এতে ৮৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে অনেকেই ছিলেন শিক্ষার্থী। নিখোঁজ যাত্রীদের সঠিক সংখ্যা জানা যায়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত যাত্রীবোঝাই ও রাতের আঁধারে নৌযান চালানোর কারণে। দুর্ঘটনার পর নদীর তীরে নিহতদের লাশ শোকাহত গ্রামবাসীরা জড়ো করে রাখেন।

স্থানীয় সিভিল সোসাইটি সংগঠন বলছে, সরকারের অব্যবস্থাপনা ও অবহেলাই এসব দুর্ঘটনার জন্য দায়ী, এবং নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

উদ্ধারকাজে নৌবাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরাও অংশ নিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে সহায়তা এবং জীবিতদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন