আন্তর্জাতিক

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

রাশিয়ার পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প  আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এই ভূকম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে কোনো সুনামি সৃষ্টি হয়েছে কি না সেটি খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই মাসে একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই সময় পুরো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন