চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তি নিয়ে বিরাজ করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর ও আশপাশ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনার কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু স্থানে ভারী বৃষ্টি নামতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববারের (১৪ সেপ্টেম্বর) পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশিরভাগ এলাকায় এবং রাজশাহী ও খুলনার কিছু স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সোমবার দেশের আটটি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
মঙ্গলবার সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।
এমএ//