চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারী আটক
ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করার হত্যার সন্দেহভাজন হত্যাকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য দিয়েছে।
ট্রাম্প বলেছেন, অপর এক ব্যক্তি সন্দেহভাজন হত্যাকারীকে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে এসেছেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। এই ব্যক্তিই চার্লি কার্ককে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বার্তাসংস্থা এপি বলছে, আটক ব্যক্তি ২২ বছর বয়সী এক যুবক। তিনি উটাহর বাসিন্দা।
গেলো বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক অনুষ্ঠানে কথা বলা সময় ছাদ থেকে কার্কের ঘাড়ে গুলি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এনএস/