জাকসু নির্বাচনে এখনও কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়নি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ২৪ ঘণ্টা পার হয়েছে। তবে এখনও তিনটি হলের ভোট গণনা বাকি আছে। এগুলো শেষ করে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সেক্ষেত্রে আজ রাতেও ভোট প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোট গণনার বিষয়টি জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর এলাহী নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখনও তিন হলের ভোট গণনা বাকি। এগুলো শেষ করে আমরা কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করবো। কখন শেষ করতে পারবো বলতে পারছি না। শেষ হলেই ফল প্রকাশ করা হবে। ভোট গণনায় টেবিল সংখ্যা বাড়ানো হয়েছে।
এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, একজন ভোটার কেন্দ্রীয় সংসদে ২৫ ও হল সংসদে ১৫টি ভোট দিয়েছেন। হল সংসদের ১৫টি করে ভোট গুনতে একদিন পার হয়ে গেছে। সেখানে কেন্দ্রীয় সংসদে ২৫টি করে ভোট গুনতে আরও বেশি সময় লাগবে। অর্থাৎ আজকেও ফল ঘোষণা করতে পারবে কি না এ নিয়ে শঙ্কা আছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিনভর জাকসুর ভোটগ্রহণ চলে। ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করলেও কোনও ধরনের সংঘর্ষ ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।
আই/এ