আন্তর্জাতিক

টেলিফোনে ট্রাম্প ও নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

কাতারের দোহায় ইসরায়েলের বিমান হামলার বিষয়ে টেলিফোনে কথা বলার সময় এই বাক্য বিনিময় হয়। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নেতানিয়াহুর প্রতি 'তীব্র হতাশা' জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েল আগে জানায়নি। মার্কিন সামরিক বাহিনী তাকে এই হামলার খবর জানিয়েছে। 

জবাবে নেতানিয়াহু বলেছেন, হামলার সুযোগ খুবই সীমিত সময়ের জন্য ছিল। তিনি সেই সুযোগ কাজে লাগিয়েছেন। ওয়াল স্ট্রীট জার্নাল আরও জানিয়েছে, ট্রাম্প ক্রমেই নেতানিয়াহুর ওপর বিরক্ত হয়ে উঠছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন