আন্তর্জাতিক

খাইবারে পাকিস্তানের অভিযানে নিহত ১৯ সন্ত্রাসী

খাইবার পাখতুনখোয়ায় ১৯ জন 'ভারত-সমর্থিত' সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তান সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। গেল ৯ ও ১০ সেপ্টেম্বর তিনটি অভিযানে 'ভারতীয় প্রক্সি ফিতনা আল খাওয়ারিজের' ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এরমধ্যে খাইবার পাখতুনখোয়ার মোহমান্দের গুলুনো এলাকায় গোলাগুলিতে ১৪ জন নিহত হয়েছেন।

উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায় আরও চার জনকে হত্যা করা হয়েছে। বান্নু জেলায় এক সংঘর্ষে আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন