সন্তানের জন্য সম্পত্তির লড়াই, আদালতের দ্বারস্থ কারিশমা
শিল্পপতি সঞ্জয় কাপুরের অকালমৃত্যুর পর তার ৩০ হাজার কোটি রুপির বিপুল সম্পত্তি নিয়ে শুরু হয়েছে তীব্র আইনি লড়াই। এই বিতর্কে জড়িত হয়েছেন তার প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান, তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব এবং মা রানী কাপুর।
গেল জুনে লন্ডনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর। মৃত্যুর পেছনে ষড়যন্ত্র থাকার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছেন তার মা রানী কাপুর। তবে মৃত্যুর রহস্যের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সম্পত্তি বণ্টনের জটিল বিষয়।
৪ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে সম্পত্তি সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে উপস্থিত হয়ে সঞ্জয়ের সন্তান সামাইরা ও কিয়ান কাপুরের আইনজীবী মহেশ জেঠমালানি অভিযোগ করেন, তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব নকল নথি ব্যবহার করে সন্তানদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন।
অন্যদিকে প্রিয়া সচদেবের আইনজীবী রাজীব নায়ার জানান, ইতিমধ্যেই সামাইরা ও কিয়ান কাপুরের নামে প্রায় ১৯০০ কোটি রুপি সমমূল্যের সম্পত্তি লেখা হয়েছে। তবুও তারা সন্তুষ্ট নন।
উইল প্রদর্শনের বিষয়ে প্রাথমিকভাবে প্রিয়া সচদেবের আইনজীবী জানিয়ে দেন, উইল দেখানোর আগে সন্তানদের একটি নন-ডিসক্লোজার এগ্রিমেন্টে (এনডিএ) সই করতে হবে। আদালত এতে আপত্তি জানিয়ে প্রশ্ন তোলেন, সন্তানদের কাছে উইল গোপন রাখার কারণ কি। প্রয়োজনে গোপনীয়তা রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া যেতে পারে। সবশেষে আদালতের নির্দেশে প্রিয়া সচদেব সিল করা খামে উইল জমা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বিতর্কে সরাসরি হস্তক্ষেপ করেছেন সঞ্জয়ের মা রানী কাপুর। আদালতে তিনি অভিযোগ করেন, কোটি কোটি রুপির সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি ৮০ বছরের বৃদ্ধা। আমার স্বামী সোনা কমস্টার প্রতিষ্ঠা করেছিলেন। অথচ এখন আমার হাতে কিছুই নেই। অন্তত ১৫টি ইমেল লিখেছি, কিন্তু কোনও উত্তর পাইনি। আমার ছেলেই আমাকে নিঃস্ব করে গেছে।”
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এসকে//