বিনোদন

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার (১০ সেপ্টেম্বর) চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হচ্ছিল তাকে। গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করানোর পর তার অবস্থার আরও অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই আজ অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার রক্তচাপ মারাত্মকভাবে নেমে গেছে, সংক্রমণও বেড়েছে। পাশাপাশি কিডনিতে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।

এর আগে তার স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানিয়েছিলেন, গত কয়েক মাসে চার দফা আইসিইউতে ভর্তি থাকতে হয়েছে ফরিদা পারভীনকে। তিনি কিডনি ও ফুসফুসজনিত নানা সমস্যায় ভুগছেন এবং সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা ভালো নয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন