কি ছিল ‘মুন্নি বদনাম হুই’-র নেপথ্যে !
বলিউডের জনপ্রিয় সিনেমা দাবাং-এর আইকনিক আইটেম গান মুন্নি বদনাম হুই মুক্তির প্রায় দশ বছর পেরিয়ে গেলেও এখনও দর্শকের মনে সমানভাবে জনপ্রিয়। তবে এই হিট গানের পেছনে খান পরিবারের মধ্যে একসময় ছোটখাট দ্বন্দ্বও তৈরি হয়েছিল। সম্প্রতি সেই ঘটনা প্রকাশ করেছেন পরিচালক অভিনব কশ্যপ।
পরিচালক জানিয়েছেন, শুরুতে আরবাজ খান রাজি ছিলেন না যে তার স্ত্রী মালাইকা অরোরা গানটিতে অংশ নেবেন। মূল কারণ ছিল, গানটিতে তাকে ‘আইটেম গার্ল’ বলা হবে এবং পোশাকও বেশ উন্মুক্ত ছিল। এ বিষয়ে সালমান খানও কিছুটা উদ্বিগ্ন ছিলেন। অর্থাৎ, খান পরিবারের রক্ষণশীল মানসিকতার কারণে তারা চাইছিলেন, মেয়েদের এত খোলামেলা দৃশ্যে না দেখানো হোক।
তবে মালাইকা নিজের সিদ্ধান্তে দৃঢ় ছিলেন। প্রস্তাব পাওয়ার পরই তিনি রাজি হন এবং পরে স্বামীকে বোঝান, গানটিতে কিছু অশ্লীল নেই, এটি কেবল নাচ। শুটিংও হবে পরিবারের উপস্থিতিতে, তাই কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত আরবাজও অনুমতি দেন। মুক্তির পর গানটি দর্শকের মধ্যে বিপুল সাড়া ফেলে এবং রেকর্ড ভেঙে দেয়।
পরিচালক আরও জানিয়েছেন, মালাইকার নাচের দক্ষতা এবং কম দেখা যায় এমন চরিত্রে দর্শকের আগ্রহই তাঁকে সেরা পছন্দে পরিণত করেছিল। ছাইয়া ছাইয়া গানের মতোই তিনি দর্শকের মন জয় করেছেন। নিয়মিত অভিনয় না করা সত্ত্বেও নাচের কারণে দর্শকের কৌতূহল ছিল ব্যাপক।
প্রথমে পরিকল্পনা করা হয়েছিল গানটি শেষ হওয়ার পর সালমান খানের প্রবেশ ঘটানো। তবে গানটি শোনার পরই তিনি নিজে অংশ নিতে আগ্রহী হন। এর ফলে সোনু সুদ, যিনি মূলত গানটির সঙ্গে মালাইকাকে শুট করতে থাকা, কিছুটা ক্ষতিগ্রস্ত হন। পরে তিনি স্বীকার করেছেন, শুরুতে হয়তো বিভ্রান্ত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে তা দর্শকের জন্যই ভালো হয়েছে।
আরবাজ খান ও মালাইকা অরোরা দীর্ঘদিন সংসার করার পর ২০১৬ সালে আলাদা হন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। বর্তমানে তারা একমাত্র ছেলে আরহানকে যৌথভাবে লালন-পালন করছেন।
এসকে//