আন্তর্জাতিক

কাতারে ইসরাইলি হামলা

কাতারের আমিরের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান। ফোনে কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলা নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান। 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়,  এরদোয়ান এ হামলায় হতাহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ‘জঘন্য হামলা’ স্পষ্টভাবে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক সংঘাত আরও ঘনীভূত করার উদ্দেশ্যে চালানো হয়েছে। তিনি কাতারি জাতির পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দুই নেতা অঙ্গীকার করেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধে তারা যৌথভাবে কাজ চালিয়ে যাবেন। 

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের হামলায় ইতোমধ্যেই ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের এই অভিযান ‘ফিলিস্তিনি সংগঠনের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা।’ তবে এ হামলা আন্তর্জাতিক অঙ্গনেই নয়, আঞ্চলিক পর্যায়েও তীব্র নিন্দার মুখে পড়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন