ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: নিয়মভঙ্গের অভিযোগে যা বললো আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে বিতর্কের জন্ম দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ওই অংশে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। সাধারণত প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ নেই।

রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক গণমাধ্যমকে জানান, ‘প্রার্থীদের ভোটকেন্দ্রে ঢোকার নিয়ম নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম, পরে খোঁজ নিয়ে দেখছি।’ তবে সরাসরি জগন্নাথ হল কেন্দ্রে গিয়ে তিনি বলেন, ‘আমি এসে কাউকে পাইনি। এখন আর কেউ প্রবেশ করতে পারবে না।’

এদিকে সকাল ১০টার দিকে কার্জন হল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদুল ইসলাম খান বলেন, ‘আমি নিয়ম ভেঙে ঢুকিনি, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই প্রবেশ করেছি। ভোটটা আমরা উদ্‌যাপন করতে চাই, অভিযোগ করতে চাই না।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন