ফুসফুস ঠিক আছে, গুজবকে এড়িয়ে চলুন : আরশ খান
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানকে নিয়ে সম্প্রতি বেশ কিছু গুজব ছড়িয়েছে যে তার ফুসফুস প্রায় নষ্ট হয়ে গেছে এবং তিনি আইসিইউতে ভর্তি হয়েছেন। তবে নিজেই সবকে উড়িয়ে দিয়ে বলেছেন, বর্তমানে তিনি সুস্থ আছেন।
আরশ খান সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। যারা আমার সতর্কবার্তা পোস্টকে ভুলভাবে বুঝে অপারেশন থিয়েটারে পৌঁছে দিতে চাইছেন, অনুগ্রহ করে করবেন না। আমার হার্ট, কিডনি, লিভার ও ফুসফুসের অবস্থা সবই স্বাভাবিক। খবর প্রকাশের আগে কল বা টেক্সট করে যাচাই করুন।”
তিনি জানিয়েছেন, স্কুলজীবনে বন্ধুবান্ধবদের সঙ্গে ফ্লেক্স করতে গিয়ে সিগারেট খাওয়া শুরু করেছিলেন। গেল ১৯ বছরে ফুসফুসের স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ধূমপান ছাড়তে ভেপ ব্যবহার করেছেন। কিন্তু এই অভ্যাসও সম্পূর্ণ নিরাপদ নয় কারণ ভেপ ব্যবহারের ফলে ফুসফুসের কিছু অংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরশ খান সতর্ক করে বলেছেন, সুস্থ থাকার চেয়ে বড় কোনও ফ্লেক্স নেই। যারা সম্প্রতি ধূমপান শুরু করতে চাচ্ছেন তারা এই ঝুঁকির কথা মাথায় রাখুন। সিগারেট ছাড়লেও ফুসফুসের স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগে আর ভেপের ক্ষতি কোনও ওষুধে ঠিক হয় না এটি জীবনের জন্য স্থায়ী।
তিনি আরও জানান, “সিগারেট এমন এক প্রেমিকা, যাকে একেবারে ছাড়তে হবে। ভেপকে বিকল্প বানানো ঠিক নয়। নিজের যত্ন নিন, আমার মতো ভুল করবেন না।
এসকে//