বিনোদন

গোপনে বাগদান সেরে ফেললেন বিজয়–রাশমিকা জুটি !

দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে অনেক দিনের প্রেমের গুঞ্জন। অনুরাগীরা প্রায় নিশ্চিতই ছিলেন যে তারা বিশেষ সম্পর্কে জড়িত। যদিও এতদিন এ নিয়ে মুখ খোলেননি কেউই। তবে রাশমিকার সাম্প্রতিক কিছু ছবি ভক্তদের সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

বিজয় ও রাশমিকা একসঙ্গে ঘুরতে গিয়েছেন বহুবার। তারা সোশ্যাল মিডিয়ায় একই লোকেশন থেকে ছবি শেয়ার করলেও কখনোই যুগল ছবি দেননি। ফলে সরাসরি কিছু না বললেও অনুরাগীদের কাছে তাদের সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। বিজয় এক সাক্ষাৎকারে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন বটে, তবে সঙ্গীর নাম গোপন রেখেছিলেন। অন্যদিকে, ভক্তদের মতে রাশমিকাকে ঘিরে তার হাসি আর আচরণই অনেক কিছু বলে দেয়।

সাম্প্রতিক সময়ে রাশমিকার একটি ছবি ভাইরাল হয়েছে। সাদা শার্ট, নীল ডেনিম, চোখে সানগ্লাস আর খোঁপায় বাঁধা চুলে তিনি ধরা দেন এক অনন্য সাজে। তবে নজর কাড়ে তার অনামিকায় ঝলমলে হীরের আংটি। ভক্তদের ধারণা, এটাই তাদের গোপন বাগদানের প্রমাণ।

গেল জুন মাসেও তাদের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তখন রাশমিকা সোশ্যাল মিডিয়ায় কাঁচাহলুদ ও গোলাপি শাড়িতে সাবেক সাজে ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন শাড়ির রঙ, যিনি উপহার দিয়েছেন এবং যিনি ছবিগুলো তুলেছেন, সবাই তার প্রিয়। সেই পোস্টকেই অনুরাগীরা সম্ভাব্য বিয়ের ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।

শুধু আংটিই নয়, ছবির ব্যাকগ্রাউন্ডও ভক্তদের নজর এড়ায়নি। তাদের দাবি, ছবি তোলা হয়েছে বিজয়ের বাড়িতে। কারণ একই লোকেশন থেকে ছবি পোস্ট করতে দেখা যায় বিজয়কেও। তাই তাদের কাছে স্পষ্ট, গুঞ্জন নয় সম্পর্ক এবার হয়তো আনুষ্ঠানিক রূপ পাচ্ছে।

যদিও বিজয় দেবেরাকোন্ডা কিংবা রাশমিকা মান্দানা এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিটি ছবি এবং তাদের আচরণ ভক্তদের মনে একটাই প্রশ্ন জাগাচ্ছে সত্যিই কি গোপনে সেরে ফেললেন বাগদান?

এসকে//  

এ সম্পর্কিত আরও পড়ুন