ঘর থেকে স্বামী-স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার
বরগুনায় নিজ ঘর থেকে এক নারীর গলাকাটা মরদেহ ও তার স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই দম্পতির ৫ বছর ও এক বছর বয়সী ২ কন্যা শিশুকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া গ্রামের মোল্লা বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন—স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে স্বপনের বড় মেয়ে সাদিয়া ফুফুকে গিয়ে বলে মা কথা বলছেন না। পরে ফুফু গিয়ে দেখেন, ঘরে আকলিমার গলাকাটা লাশ এবং স্বপনের ঝুলন্ত মরদেহ। চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও পুলিশকে খবর দেওয়া হয়।
আকলিমার বাবা আব্বাস বলেন, সকালে ফোন পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখি, রক্তের মধ্যে পড়ে আছে মরদেহ। দাম্পত্য কলহ নাকি অন্য কোনো কারণ, বুঝতে পারছি না।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এমএ//