আন্তর্জাতিক

ইউক্রেনে আবারো ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তঃসত্ত্বা এক নারীসহ আটজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (০৭ সেপ্টেম্বর) ভোররাতে এ হামলার ফলে শহরের বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানান, নিপ্রো নদীর পূর্ব তীরের দারনিৎস্কি এলাকায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি চারতলা ভবনে পড়ে আগুন ধরে যায়। সেখানে দমকল বাহিনী ও জরুরি সেবাকর্মীরা উদ্ধার তৎপরতা চালান। আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা এক নারীসহ আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া শহরের পশ্চিমাঞ্চলের স্ভিয়াতোশিনস্কি এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানলে ১৬ তলা একটি ভবনের শীর্ষতলা এবং দুটি নয়তলা ভবনের ওপরের অংশেও আগুন ছড়িয়ে পড়ে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, হামলার সময় আকাশে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাঁদের ধারণা, শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেসময় সক্রিয় ছিল।

রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো এক বিবৃতিতে অভিযোগ করেন, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে এ যুদ্ধে কয়েক হাজার বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।

এসকে//  

এ সম্পর্কিত আরও পড়ুন