জাতীয়

যারা নির্বাচন চেয়েছিলেন তাদের অনেকেই এখন পেছানোর ষড়যন্ত্র করছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন নির্বাচন চাচ্ছে না কিংবা নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট। আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছেএ ধরনের নানা ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা আছে।

তিনি বলেন, অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে। তবে আমরা মনে করি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটিসবার সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু ও সুন্দর আয়োজন আমরা করতে পারব।

বিচারকের সামনে সাংবাদিকদের মারধরের প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা আসলেই অত্যন্ত নিন্দাজনক। আদালত, যেখানে ন্যায় এবং ইনসাফের একটা জায়গা, সেখানে এ ধরনের হামলা হলো। বিভিন্ন সময় বিভিন্ন বেঞ্চে আইনজীবীদের দ্বারা এই ধরনের চাপ প্রয়োগের বিভিন্ন ঘটনা আমরা দেখেছি

আসিফ মাহমুদ বলেন, এগুলোর ক্ষেত্রে আমি মনে করি, সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কঠোর হওয়া প্রয়োজন। একইসঙ্গে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব ও প্রফেশনালিজম ধরে রাখা প্রয়োজন

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন