রাজধানী

রাজধানী থেকে আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়া থেকে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানায় দায়ের করা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট করার কার্যক্রম চলমান রয়েছে। 

জানা গেছে, জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে জলঢাকা থানাসহ ঢাকায় সাদ্দাম হোসেন পাভেলের নামে একাধিক মামলা রয়েছে। গেল বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন