দেশজুড়ে

বাঁকখালী নদী দখলমুক্তের সময় বাধা, এস্কেভেটর ভাঙচুর ও সড়ক অবরোধ

কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নুনিয়ারছড়া এলাকায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করলে স্থানীয় দখলদার ও তাদের সমর্থকরা বাধা প্রদান করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুনগাছতলা এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটরও ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা তাদেরও ঘিরে ধরেন।

অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ বা বের হতে পারছিলেন না।

উল্লেখ্য, কক্সবাজার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর যৌথ নেতৃত্বে গেল ১ সেপ্টেম্বর থেকে বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন