‘আতঙ্কের নগরী’ গাজা, একদিনে নিহত ৭৫ জন
ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।উপত্যকাটিতে একদিনে কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছেন, এর মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) গাজা সিটিকে আখ্যা দিয়েছে ‘আতঙ্কের নগরী’ হিসেবে। সংস্থাটির মতে, প্রায় ১০ লাখ মানুষ নিরাপদ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার তাল আল-হাওয়ায় একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন, যাদের তিনজনই শিশু।
শুক্রবার জেইতুন, সাবরা, তুফাহ, নাসর ও শুজাইয়া এলাকায় ভয়াবহ বোমাবর্ষণ চালানো হয়। তুফাহ পাড়ায় অন্তত আটজন নিহত হন। শুজাইয়ায় একটি আবাসিক ভবনে দুইজন নিহত এবং জেইতুন এলাকায় আল-ঘাফ পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদের ভাষায়, গাজার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পালাচ্ছেন, কিন্তু কোথাও নিরাপত্তা নেই। ইসরাইলি সেনাদের দাবি, তারা ইতোমধ্যেই গাজা সিটির প্রায় ৪০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে এবং আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার হবে।
এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জেইতুন এলাকায় অন্তত ৫২টি ইসরাইলি সামরিক যান মোতায়েন রয়েছে।
এমএ//