নির্বাচনকে বড়লোকদের খেলায় পরিণত করার চক্রান্ত চলছে : প্রিন্স
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, আগে এমপি নির্বাচনে জামানত ছিল ২০ হাজার টাকা, এখন তা ৫০ হাজার টাকা করা হয়েছে। একইসঙ্গে প্রার্থীর খরচের সীমাও বাড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এটি মেনে নেওয়া যায় না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, এবারের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র ও বৈষম্যহীনতা প্রতিষ্ঠা। অথচ আজ সেই গণতন্ত্র দিল্লি দূরত্বে পরিণত হয়েছে। মবের সন্ত্রাস জনজীবনকে দুঃসহ করে তুলেছে। প্রতিদিন মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে। অথচ বৈষম্যহীন সমাজ গঠনের বিষয়ে কেউ আলোচনা করে না, কারণ তারা গরিব-শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করে না।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বড় চাওয়া নেই, শুধু জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না। কিন্তু গতকাল আমরা দেখলাম সরকার এখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি যে তারা একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে’।
তিনি আরও বলেন, ভূতের পা যেমন পেছনে যায়, তেমনি নির্বাচন কমিশনও পেছনের দিকে হাঁটছে।
সম্মেলন উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হয়ে একই স্থানে এসে শেষ হয়।
সম্মেলনে মো. আশরাফুল ইসলামকে সভাপতি ও আফতাব হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী চার বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আই/এ