পাসপোর্ট অফিসে না গিয়েও পাওয়া যাবে পাসপোর্ট সেবা
রাজধানীর গুলশান নাগরিক সেবা কেন্দ্রে এখন থেকে পাসপোর্টের আবেদন ও নবায়ন সেবা পাওয়া যাবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এটি দেশের প্রথম নাগরিক সেবা কেন্দ্র যেখানে সরাসরি পাসপোর্ট অফিসে না গিয়েও সেবা পাওয়া যাবে।
বৃহস্পতিবারফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, বর্তমানে নাগরিক সেবার আওতায় পাসপোর্ট ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি, ভূমি নামজারি সহ সরকারি ৪০০ সেবা পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।
এই মাসের মধ্যে ঢাকার ৬টি স্থানে—গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর ও বনশ্রী—একযোগে ১০টি নাগরিক সেবা পাইলট কার্যক্রম চালু হবে। এর মধ্যে গুলশান, উত্তরা ও নীলক্ষেতের কেন্দ্রগুলো ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।
নাগরিক সেবার লক্ষ্য হলো সব সরকারি সেবা এক প্ল্যাটফর্মে আনা, যাতে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে না হয়। এজন্য তৈরি করা হচ্ছে জাতীয় কানেক্টিভিটি হাব, যা ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অনলাইন সেবাকে একত্র করবে।
এ উদ্যোগকে দেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব হিসেবে দেখা হচ্ছে, যা নাগরিকদের এক জায়গায় সব সেবা পেতে সহায়তা করবে।
এমএ//