প্রথম বিদেশ গেলেন রাজকন্যা
কিশোরী রাজকন্যাকে পরিচিত করালেন উত্তর কোরীয় নেতা
নিজের কিশোরী কন্যাকে নিয়ে বেইজিংয়ে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এটি তার কন্যার বিদেশে প্রথম সর্বজনীন উপস্থিতি। জল্পনা চলছে, এই রাজকন্যাই পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের পারিবারিক শাসনের উত্তরাধিকারী হবেন। উত্তর কোরিয়া কখনো তার নাম বয়স প্রকাশ করেনি। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছে, রাজকন্যার নাম 'কিম জু এয়ে'।
২০২২ সালে জু এয়ে-কে তার বাবার সঙ্গে একটি বিশাল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় দেখা গিয়েছিলো। এর আগে কিম জং উনের সন্তানদের সম্পর্কে তথ্য গোপন রাখা হয়। কিমের অন্যান্য সন্তানদের সম্পর্কেও খুব কম জানা যায়।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জু এয়ে-কে এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি। যদিও পুরুষ-শাসিত রাজবংশের শীর্ষে যেতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আনুমানিক ১৩ বছর বয়সী জু উত্তর কোরিয়ার হাই-প্রোফাইল ইভেন্টগুলোতে যোগদান করছেন। গেল মে মাসে রাশিয়ান দূতাবাসের একটি অনুষ্ঠানে তিনি কূটনৈতিকভাবে আত্মপ্রকাশ করেন।