আন্তর্জাতিক

এক মঞ্চে শি-পুতিন-কিম, বিশ্ববাসীকে শক্তি দেখালো চীন

চীনের তিয়েনানমেন স্কোয়ারে জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের ৮০তম বার্ষিকী উদযাপনে আয়োজিত সামরিক প্যারেডে বিশ্বের নজর কাড়ল চীন। অনুষ্ঠানে এক মঞ্চে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

বুধবার (০৩ সেপ্টেম্বর) তিয়েনানমেন স্কোয়ারে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। এসময় শি জিনপিং শান্তির বার্তা নিয়ে নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার কথা বলেন। তবে একই সঙ্গে চীন এই কুচকাওয়াজে সামরিক ও কৌশলগত সক্ষমতার অনেকটাই তুলে ধরেছে।

 

প্যারেডে প্রথমবারের মতো প্রদর্শিত হলো নতুন ধরনের তরল জ্বালানিচালিত আন্তঃমহাদেশীয় কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ডিএফ-৫সি। সামরিক বিশেষজ্ঞদের মতে, এর পাল্লা ২০ হাজার কিলোমিটারেরও বেশি এবং এটি প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

এছাড়া মনুষ্যবিহীন স্থলযান, গোয়েন্দাগিরি ও হামলা চালানোর যান, মাইন অপসারণ যন্ত্র এবং সহায়ক যানও প্রদর্শিত হয়। এসব যান স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম এবং জটিল অভিযানে যেমন নগর যুদ্ধ বা উভচর নৌ-অবতরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্যারেডে নতুন ড্রোন বিধ্বংসী প্রযুক্তিও প্রথমবারের মতো প্রদর্শনী হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা এটিকে “আইরন ট্রায়াড” বা লৌহ ত্রিভুজ বলে অভিহিত করেছেন। এটি লেজার ও মাইক্রোওয়েভ অস্ত্রের মাধ্যমে ড্রোনকে নিষ্ক্রিয় এবং ধ্বংস  করতে সক্ষম।

চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতাও প্রথমবারের মতো সমন্বিতভাবে প্রদর্শিত হয়েছে। তাতেই বোঝা যায়, চীন এখন বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি, যার কাছে সম্পূর্ণ বহুমুখী ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

প্যারেডে প্রদর্শিত নতুন ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে চার ধরনের ওয়াই জে সিরিজ জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যার মধ্যে তিনটি হাইপারসনিক। এগুলো রণতরী, সাবমেরিন এবং যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য।

চীন এই প্যারেডে প্রথমবার স্থল, সমুদ্র ও আকাশভিত্তিক কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবস্থাও প্রদর্শন করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে জিংলেই-১ আকাশভিত্তিক দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র, জুলাং-৩ সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ডংফেং-৬১ এবং নতুন ডংফেং-৩১ স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র।

 

এ সম্পর্কিত আরও পড়ুন