বিনোদন

আনুশকাকে ইঙ্গিত, ম্রুণালের মন্তব্য ঘিরে উত্তাল নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ফের বিতর্কের মুখে। সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকারের ক্লিপ ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।

সাক্ষাৎকারে ম্রুণালকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও এমন কোনও সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, যা পরে সুপারহিট হয়েছে। উত্তরে তিনি বলেন, আমি তখন মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, তাই না বলেছিলাম। পরে ছবিটি সফল হয়, অভিনেত্রী জনপ্রিয়তা পান। কিন্তু আমি খুশি, কারণ এখন সে কাজ করছে না, আর আমি করছি এটাই আমার জয়।”

তিনি কার কথা বলছেন, তা সরাসরি উল্লেখ না করলেও, অনেকেই ধারণা করছেন, ইঙ্গিতটি আনুশকা শর্মার দিকে। কারণ, সালমান খানের বিপরীতে ‘সুলতান’ ছবির জন্য প্রাথমিকভাবে ম্রুণালের নাম বিবেচনায় থাকলেও, শেষ পর্যন্ত চরিত্রটি পান আনুশকা। ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পায় এবং আনুশকার ক্যারিয়ারে বড় মাইলফলক হয়ে দাঁড়ায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করছেন।  মন্তব্যে উঠে এসেছে, “অন্যকে ছোট করে নিজের সাফল্য প্রমাণ করার মানে ‘পিক মি’ আচরণ, “আনুশকা তো শুধু অভিনেত্রী নন, সফল প্রযোজকও। তিনি এখনো কাজ করছেন, শুধু ভিন্নভাবে,“সাফল্য মানে বিনয়, অহংকার নয়।”

এদিকে আনুশকা শর্মা বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতিতে থাকলেও, তিনি ব্যস্ত রয়েছেন নিজের প্রোডাকশন হাউস এবং পারিবারিক জীবন নিয়ে। স্বামী বিরাট কোহলির সঙ্গে সময় কাটানো এবং সন্তানদের বড় করে তোলাই এখন তাঁর অগ্রাধিকার।

অন্যদিকে, ম্রুণাল ঠাকুর ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন। ‘সীতা রামাম’, ‘সুপার ৩০’, ‘গুমরাহ’ সহ বেশ কিছু ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন