ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের নেতা আটক
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চলাকালে ১৯৭৭ পিস ইয়াবাসহ পাবনা জেলা জেলা যুবদল ও কৃষকদলের নেতাসহ তিনজনকে আটক করেছে র্যাব।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৩১) আগষ্ট সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাবনা জেলা যুবদলের সদস্য রাধানগর এলাকার মৃত আব্দুল জলিল শেখের ছেলে আমিনুল ইসলাম রনি (৪৫) ও সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮) ও পাবনা সদরের দোহারপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে রাশেদ রানা (৪২)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঢাকা থেকে নাটোরগামী মহাসড়কে একটি হাইওয়ে রেঁস্তোরার সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে সংগ্রহ করে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিলো বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আই/এ