বিয়ে হলে কাজ ছাড়বো এমন শর্ত আমি মানবো না : সাদিয়া
বাংলাদেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমানে তার ক্যারিয়ারের সোনালী অধ্যায় উপভোগ করছেন। গেল ঈদে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’ দর্শক ও সমালোচকের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
“ডানা থাকলেই উড়তে হয় না, জেসমিন।” সংলাপটি নারীর স্বাধীনতা ও স্বকীয়তার গুরুত্বকে খুব সহজভাবে উপস্থাপন করেছে।
নব্বই দশকের সরল, দৃঢ়নিষ্ঠ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া। জেসমিন জানে তার লক্ষ্য এবং তা অর্জনের জন্য বদ্ধপরিকর। তবে সিনেমার স্বামী চরিত্র খাইষ্টা জাহাঙ্গীর তাকে পুরো মর্যাদা দেয়নি। যদিও তার চরিত্রে ছিল চাপা ভালোবাসা। এই দ্বন্দ্ব চরিত্রটিকে দিয়েছে গভীরতা।
সাদিয়া চান না তার স্বামী তার ক্যারিয়ার বা স্বাধীনতাকে সীমাবদ্ধ করুক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,“যে আমাকে বিয়ে করবে, সে জানবে আমি কি করি, আমার ক্যারিয়ার কি। হঠাৎ কাজ ছেড়ে দেয়ার নির্দেশ পেলে আমি তা মেনে নেব না। আমার ব্যক্তিগত স্বাধীনতা এবং ক্যারিয়ার সমানভাবে বজায় থাকা চাই।”
তিনি আরও জানান, ৩০ এর মধ্যে বিয়েও হলে তার ক্যারিয়ার পিক অবস্থায় থাকবে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সব কিছু সামলানো সম্ভব।
অভিনয়ের পাশাপাশি সাদিয়া অমিতাভ রেজার পরিচালিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-এও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। হাতে রয়েছে আরও গুরুত্বপূর্ণ কাজ, যা তাকে ঢালিউডে শক্ত অবস্থান দিতে চলেছে।
সাদিয়ার মতে, প্রিয়জনের স্বাধীনতা ও স্বকীয়তার প্রতি সহযোগিতা থাকলে সম্পর্কের গল্প আরও সুন্দরভাবে এগোতে পারে।
উল্লেখ্য, জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি এবং আজাদ আবুল কালামও 'উৎসব' সিনেমাতে উপস্থিত ছিলেন।
এসকে//