রাতভর সংঘর্ষে রণক্ষেত্র চবি: আহত ৬০ শিক্ষার্থী, সব পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে পুরো ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় আজকের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানিয়েছেন, ‘শিক্ষার্থীদের ওপর এ হামলায় বহুজন আহত হয়েছেন। তাদের অনেকের পরীক্ষাও ছিল। তাই পরীক্ষাগুলো স্থগিত রাখা হয়েছে।’
জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এক নারী শিক্ষার্থী নিজের ভাড়া ফ্ল্যাটে ঢোকার সময় বাসার দারোয়ান তাকে মারধর করেন। আশেপাশের শিক্ষার্থীরা এগিয়ে এলে দারোয়ান পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরও স্থানীয়দের জড়ো করা হয় এবং তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। রাতভর সংঘর্ষে বহু শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়।
চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতরদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে রাত ৩টা ২০ মিনিটে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমএ//