জাতীয় পার্টি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় একদল বিক্ষোভকারী জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয়। সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু লোক মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসলে উত্তেজনা দেখা দেয়। বেশ কিছুক্ষণ পর কয়েকজন মিলে জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে অফিসে ভেতরে প্রবেশ করে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয়া হয়। এসময়য় কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে বাইরেও আগুন ধরিয়ে দেয়া হয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে।

এদিকে হামলার সময় জাতীয় পার্টির কেউ ছিলেন না বলে জানা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কী এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি থমথমে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন