ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা তুরস্কের
গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তুরস্ক। ইসরাইলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে আঙ্কারা। একই সঙ্গে তুর্কি বন্দর ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর আলজাজিরা।
শুক্রবার (২৯ আগস্ট) সংসদের বিশেষ অধিবেশনে এসব ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানান, ইসরাইলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
হাকান ফিদান বলেন, “গেল দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। তুরস্ক মানবিক মূল্যবোধ রক্ষায় সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। আমাদের আকাশসীমা ইসরাইলি বিমানের জন্য বন্ধ, তুর্কি জাহাজগুলোকে তাদের বন্দরে যেতে দেওয়া হয় না।”
এর আগে ২০২৪ সালের মে মাসে আঙ্কারা সরাসরি বাণিজ্য বন্ধ করেছিল। তখন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় তুরস্ক।
উল্লেখ্য, শুধু ২০২৩ সালেই দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন ডলার।
এমএ//