অর্থনীতি

নাগালের বাইরে দ্রব্যমূল্য, অস্বস্তিতে ক্রেতারা

রাজধানীর নিত্যপণ্যের বাজারে টানা দুই মাস ধরে সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে। আলু ও কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ওপরে ঘোরাফেরা করছে। চড়া দামের কারণে কমে গেছে খুচরা বাজারে বিক্রি।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, ধন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, পটল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা ও লম্বা বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আলু মিলছে ২৫ টাকায়, কাঁচা পেঁপে ৩০ টাকা, টমেটো ১৪০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকায়।

বিক্রেতারা জানান, মৌসুম শেষ হওয়া এবং টানা বৃষ্টিতে ক্ষেতে ক্ষতির কারণে সরবরাহ কমেছে। ফলে পাইকারি দামে বেড়েছে চাপ, যা সরাসরি খুচরা বাজারে প্রভাব ফেলছে।

শুধু সবজি নয়, মাছ, মাংস, ডিমের বাজারেও স্বস্তি নেই। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকার মধ্যে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০-৩৩০ টাকা কেজি দরে। অন্যদিকে মুরগির প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা দরে।

এদিকে বাজারে খোলা আটা এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায় কেজিতে, যা আগে ছিল ৪০-৪২ টাকা। প্যাকেটজাত আটার দামও বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকায়। আর খোলা ময়দা এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে, আগে যা ছিল ৫০ টাকা। প্যাকেটজাত ময়দা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৩০ টাকা।

ডালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ছোট দানার মসুর কেজিতে বেড়েছে ২০-২৫ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মোটা দানার মসুরও ৫-১০ টাকা বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন