আইন-বিচার

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আদালতে তোলা হবে আজ

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আজ শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় আদালতে তোলা হবে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) এবং সাংবাদিক মঞ্জুরুল আলমও রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে গণমাধ্যমকে জানান, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে তাদের আটক করা হয়। সেখানে ‘মঞ্চ ৭১’ ব্যানারে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেন তারা। 

অনুষ্ঠান চলাকালে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে একদল লোক লতিফ সিদ্দিকীর ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ লতিফ সিদ্দিকীসহ অন্যদের ডিবি হেফাজতে নিয়ে যায়। রাতে সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন