দেশজুড়ে

নিজের পিস্তলের গুলিতে এসআই আহত

ছবি: ফাইল ছবি

রাজশাহী মহানগরীতে নিজের অস্ত্র পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন  মো. ওয়ারেস (৪৫) নামের এক পুলিশ কর্মকর্তা। বুধবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ ঘটনা ঘটে। তিনি কাটাখালি থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে রয়েছে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। এসআই ওয়ারেস বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা যায়, নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হন ওয়ারেস। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, পুলিশ কর্মকর্তা ওয়ারেস আলীকে ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন