আন্তর্জাতিক

কিয়েভে রুশ হামলা, শিশুসহ নিহত ১৩

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।  এর মধ্যে ৩ শিশু রয়েছে।  বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান টিমুর ত্কাচেঙ্কো জানান, অন্তত ২০টিরও বেশি স্থানে হামলা হয়েছে। হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘আলোচনার টেবিলের বদলে ক্রেমলিন ক্ষেপণাস্ত্র বেছে নিয়েছে।’ এসময় তিনি রাশিয়ার ওপর নতুন ও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানান।

ইউক্রেনীয় সেনারা জানায়, চলতি মাসে রাজধানীতে এটিই সবচেয়ে বড় হামলা। রাশিয়া প্রায় ৬০০ ড্রোন ও ৩০টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেনে আগুন লাগে। একটি পাঁচতলা ভবন ধসে পড়ে।

ইউরোপ ইউনিয়ন ( ইইউ) প্রতিনিধিদলের সদর দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা হামলাকে ‘ভীতিকর ও মর্মাহত’ বলে আখ্যা দিয়েছেন।

 ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘বিশ্ব শান্তি চায়, অথচ রাশিয়া ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন