বেতনের থেকে বাড়ি ভাড়া বেশি, সঞ্চয় করা অসম্ভব : সোহা
বলিউডে পরিচিত মুখ সোহা আলি খান। যদিও সম্ভ্রান্ত পরিবারের কন্যা তবে অতীতের দিনে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন।
লন্ডন স্কুল অব ইকনমিকস থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি একটি ব্যাংকে চাকরি শুরু করেন। মুম্বাইতে ভাড়াবাড়িতে থাকা অবস্থায় তার মাসিক ভাড়া ছিল ১৭ হাজার টাকা।
সম্প্রতি এক পডকাস্টে সোহা সেই সময়ের অভিজ্ঞতা ভাগ করেছেন। তিনি বলেন,“বছরে বাড়িভাড়ার খরচ প্রায় দুই লাখ চার হাজার, আর আমার বার্ষিক আয় দুই লাখ ২০ হাজার। সঞ্চয় করা তখন প্রায় অসম্ভব।”
সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও সোহা চেয়েছিলেন স্বাধীন জীবন, যেখানে নিজেই অর্থ উপার্জন করে নিজের সিদ্ধান্ত নেওয়া যায়। চাকরি চলতে চলতে তিনি অভিনয় জগতে পা রাখেন। শুরুতে বাবা-মা সমর্থন দেবেন কিনা নিয়ে দ্বিধা থাকলেও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ায় নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।
সোহা আরও বলেছেন, “আমি স্বাধীন হলেও পরিবারের সহায়তার নিরাপত্তা ছিল। এটা অন্যদের কাছে নেই। এই নিরাপত্তা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল।”
এসকে//