গাজায় অনাহারে আরও ১০ জনের প্রাণহানি, শিশুদের অবস্থা ভয়াবহ
ইসরাইলের অবরোধে বিপর্যস্ত গাজায় খাদ্যাভাব আরও প্রকট আকার ধারণ করছে। গেল ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর থেকে না খেয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩। এদের মধ্যে ১১৯ জন শিশু।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে— গাজায় দুর্ভিক্ষ আর আশঙ্কা নয়, এখন তা এক বাস্তবতা। দীর্ঘ অবরোধ ও হামলার কারণে খাদ্য ও চিকিৎসা সহায়তা ঢুকতে না পারায় বিশেষ করে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কর্মকর্তারা এটিকে ‘ইচ্ছাকৃতভাবে মানবসৃষ্ট বিপর্যয়’ আখ্যা দিয়ে বলেন, গাজা সিটির উত্তর ও মধ্যাঞ্চলে দুর্ভিক্ষ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ সংকট আরও ভয়াবহ আকারে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও দেইর আল-বালাহ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের উপপ্রধান জয়েস মুসুইয়ার মতে, বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ চরম ক্ষুধা ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এই সংখ্যা কয়েক সপ্তাহের মধ্যে ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
তিনি আরও জানান, পাঁচ বছরের কম বয়সী অন্তত এক লাখ ৩২ হাজার শিশু মারাত্মক অপুষ্টির মুখে পড়েছে। এরমধ্যে প্রায় ৪৩ হাজার শিশু আসন্ন মাসগুলোতে মৃত্যুঝুঁকিতে রয়েছে।
মুসুইয়া জোর দিয়ে বলেন, “এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের তৈরি এক সংঘাতের ভয়াবহ ফলাফল। সেখানে মৃত্যু, বাস্তুচ্যুতি আর ধ্বংসযজ্ঞ প্রতিদিন বাড়ছে।”
এমএ//