রাজধানী

রেলস্টেশনে সাবেক প্রেমিকাকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

ফাইল ছবি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রেমের সম্পর্কে অবনতি ঘটায় প্রাক্তন প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন শ্যামলী (৩০) নামের এক নারী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সুজনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন।

তিনি জানানকথাকাটাকাটির জেরে প্রাক্তন প্রেমিক সুজন ফুসলিয়ে শ্যামলীকে রেল স্টেশনে নিয়ে আসে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। আমরা অভিযুক্ত সুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছি।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দেখা যায়, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় শ্যামলী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, নিহত শ্যামলীর বাড়ি নাটোরে, তিনি রাজধানীর আজিমপুর এলাকায় বসবাস করতেন। আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন