সম্পর্কের নতুন মোড়, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য অপুর
ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে বছরের পর বছর আলোচনা থামছে না। তাদের গোপন বিয়ে, সন্তান আব্রাম খান জয়ের জন্ম, ধর্ম পরিবর্তন এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ এই সবকিছু নিয়েই মানুষের আগ্রহের শেষ নেই।
২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস, কিন্তু প্রায় এক দশক তাদের সম্পর্ক ছিল অজানা।

২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর শাকিব ও অপু জীবনের নতুন পথ ধরে এগিয়ে যান।

শাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক শুরু করেন। আর অপু বিশ্বাস নিজের ছেলেকে নিয়ে পরবর্তী পথে এগিয়ে যান। যদিও ছেলের কারণে মাঝে মধ্যেই তারা একে অপরের সাথে দেখা করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবন নিয়ে বলেছেন, "ফেসবুকে যদি সংসার জীবনের প্রমাণ দিতে হয় তবে বিয়ে করার কোনও মানে নেই। আমি বিবাহিত এবং এটা প্রমাণ করার কিছু নেই।"

তিনি আরও বলেন, "আমার প্রিয় নায়ক শাহরুখ খানও তার জীবন ব্যক্তিগতভাবে রাখতে চান আর আমি তেমনই করি। ব্যক্তিগত জীবনের বিষয়ে যতটুকু প্রকাশ করা দরকার তা তিনি করেছেন। আর সম্পর্কের ব্যাপারে অতিরিক্ত কিছু জানানো তার প্রয়োজন নেই।
এসকে//