ভূমিদস্যু ও খাল দখলকারীদের দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাল দখলকারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শুধু উচ্ছেদ নয়, দখলদারদের জেলে পাঠাতে হবে, আইন ভাঙার পরিণাম দেখাতে না পারলে দখলচক্র আবার সক্রিয় হয়ে উঠবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পের ব্যয় ১,৭০০ কোটি টাকা থেকে কমিয়ে ৩১৭ কোটিতে আনা হয়েছে, যাতে অর্থ সাশ্রয় ও কার্যকারিতা নিশ্চিত হয়। তার মতে, খাল পুনঃখনন হলে বর্ষার পানি নিষ্কাশন, কৃষিজমির সেচ সুবিধা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য ফিরে আসবে।
সাত কিলোমিটার দীর্ঘ শুভাঢ্যা খাল একসময় নৌ চলাচল, কৃষি ও মৎস্যচাষের গুরুত্বপূর্ণ জলপথ ছিল। কিন্তু দখল, ভরাট ও বর্জ্যের কারণে খালটি প্রায় নর্দমায় পরিণত হয়েছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানান, উদ্ধারকাজ যেন রাজনৈতিক প্রভাব বা আপসের মাধ্যমে ব্যাহত না হয়।
প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। এর আওতায় খাল খননের পাশাপাশি পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এমএ//