আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের তাণ্ডব, ৪ সাংবাদিকসহ নিহত ২০

গাজায় নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় চার সাংবাদিকসহ নিহত হয়েছেন ২০ জন। সোমবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, নিহতদের মধ্যে সাংবাদিক ছাড়াও চিকিৎসক ও রোগী আছেন। হামলায় কারণে রোগীদের সেবা প্রদান ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইনস্টাগ্রামএকাউন্টে জানায়, ইসরাইলি হামলায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরারার সাংবাদিক ছাড়াও ওই হামলায় আরও তিন সাংবাদিক মারা গেছেন।   

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস, এপি জানায়, তাদের একজন ফ্রিল্যান্স সাংবাদিক নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী, আইডিএফ বলছে, এই ঘটনায় তদন্ত করা হবে। আর তারা কোন সাংবাদিককে লক্ষ্য করে হামলা করেনি।  

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন