চট্টগ্রামে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন
চট্টগ্রামের স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ‘মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে আসে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার কাজ চলছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা ৪৫ মিনিটে বারটিতে আগুন লাগার তথ্য পান তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিটের তিনটি গাড়ি সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়।
এই বারে এর আগেও বড় ধরনের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলায় প্রতিষ্ঠানটি লুটপাটের শিকার হয়। তখন বারটির স্থাপনাও ভেঙে ফেলে নিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এটি পুনরায় চালু করা হয়েছিল। তবে এবারের আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়েও তদন্ত চলছে।
এসকে//